একদিন এক মুসলমান লোক চুল
কাটতে গেছে এক নাপিতের দোকানে।
কিন্তু নাপিত হলো নাস্তিক।
তাঁর চুল কাটার সময় তাকে বিভিন্ন
যুক্তি দিয়ে বুঝাতে চাচ্ছে যে
সৃষ্টিকর্তা নেই।
.
নাস্তিক নাপিত বলতে লাগলো....
.
:- যদি ঈশ্বর থাকতো তাহলে এতো
লোক অনাহারে মরত না।
সে বাইরে একটা বস্ত্রহীন
মানুষকে দেখিয়ে বলল,,,,,
.
:- যদি ঈশ্বর থাকতো তাহলে
ওই লোক অনাহারে কেন?
মুসলমান লোকটা কিছু বললনা।
চুপ চাপ শুনে যেতে লাগলো।
এরপর যখন তার চুল কাটা শেষ
হলো সে বাইরে গেল এবং
নাপিতকে বাইরে ডেকে বলল....
.
:- এই এলাকায় কোনো নাপিত নেই।
নাপিত তার কথায় অবাক হয়ে
গেল এবং বলল.
....
:- নাপিত না থাকলে আপনার চুল
কাটল কে?
তারপর মুসলমান লোকটা কতগুলো
লম্বা
চুলওয়ালা লোককে দেখিয়ে বলল ,,,,,,
.
:- নাপিত থাকলে ওই লোকগুলোর
চুল
লম্বা কেন?? নাপিত বললো,,,,
.
:- ওই লোকগুলোকে তো আমার
কাছে আসতে হবে।
আমার কাছে না আসলে অথবা
আমাকে না
বললে আমি কি কিছু করতে
পারবো???
মুসলমান লোকটা তখন বললো,,,
.
:- তেমনি সৃষ্টিকর্তার কাছে না গেলে,
সৃষ্টিকর্তাকে না ডাকলে সৃষ্টিকর্তা
তোমার জন্য কি করবে???
Wednesday, November 8, 2017
একদিন এক মুসলমান লোক চুল কাটাতে নাপিতের দোকানে গেল কিন্তু নাপিত ছিল নাস্তিক.....
Subscribe to:
Post Comments (Atom)
মহানবী (স) আগুনকে কিয়ামতের আলামত হিসাবে ব্যাখ্যা দিয়েছেন।
মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের...
-
মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের...
-
ASHO JANNATAR POTHA CHOLI: যে সব নারীরা জাহান্নামে যাবে । : ১ / যে নারী পর্দা করে না , বেপর্দা হয়ে চলা ফেরা করে । ২ / যারা সৌন্দ...
-
১ / যে নারী পর্দা করে না , বেপর্দা হয়ে চলা ফেরা করে । ২ / যারা সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দেহে উল্কি ( সুঁচিবিদ্ধ ...
No comments:
Post a Comment