Sunday, November 5, 2017

আপনি ইচ্ছে করলেই মাত্র দশ মিনিটেই আখেরাতের ধনি হতে পারেন।।

আপনি চাইলেই 10 মিনিটেই আখিরাতের ধনী হতে পারেন,,,,,,
একদিন নবী (স) হজরত আলিকে বললেন,
(1)চার হাজার দিনার ছদকা করে ঘুমাবেন।
(2)এক খতম কোরাআন পড়ে ঘুমাবেন।
(3)উভয়ের বিবাদ মিমাংসা করে ঘুমাবেন।
(4)একটি হজ্ব করে ঘুমাবেন।
(5) জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবেন।
তখন হজরত আলি(রা) বললেন,এ কাজ আমার পক্ষ্যে বড়ই কঠিন,,,,
তখন নবী (স) বললেন,,,,
(1)চারবার সুরা ফাতিহা পড়ে ঘুমালে চার হাজার দিনার সদকা করার সোয়াব আপনার আমলনামায় লিখা হবে।
(2) তিনবার সুরা ইখলাস পড়ে ঘুমালে এক খতম কোরান পড়ার সোয়াব আপনার আমলনামায় লিখা হবে।
(3) 15 বার সোবহান আল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার,ওয়া লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযিম।পড়ে ঘুমালে জান্নাতের মুল্য দেওয়ার সোয়াব আপ্নার আমলনামায় লিখা হবে।
(4) 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমালে উভয়ের বিবাদ মিমাংসা করার সোয়াব আপনার আমলনামায় লিখা হবে।
(5) চারবার কলেমা তামজিদ পড়ে ঘুমালে এক হজ্ব করার সোয়াব তোমার আমলনামায় লিখা হবে।
তখন হজরত আলি ( র) বললেন এই সোয়াব কি শুধু আমার জন্য।তখন নবী (স) বললেন,তোমার জন্য এবং তোমার পরে যারা এই আমল করবে তারা সবাই এই সোয়াব পাবে,,,,,,(সহী হাদিস)
আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান কর,,,,(আমিন)

No comments:

Post a Comment

মহানবী (স) আগুনকে কিয়ামতের আলামত হিসাবে ব্যাখ্যা দিয়েছেন।

মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের...