Tuesday, November 7, 2017

দুনিয়ার বেশির ভাগ মানুষ ঘুমের মধ্যে রহিয়াছে,,,,, মউতের কারনে যখন চোখ খুলিয়া যাইবে,,,সে দিন আফসোস করিয়া লাভ হইবে না।।।

দুনিয়ার ভোগ-বিলাস অতি সামান্য
কয়েকদিনের মাত্র,,,আর আখিরাত
সবদিক দিয়ে উত্তম ঐ ব্যাক্তির
জন্য,যে আল্লাহকে ভয় করে।।
আখিরাতের উৎকৃষ্ট জীবনের সহিত
দুনিয়ার এই খেল-তামাশার কোনই সামঞ্জস্য নাই।।।
তোমাদের কি আকল-বুদ্ধি নাই??
তোমরা কি মরবে না??
তাই আসেন,,জ্ঞানি ও বুদ্ধিমান
ব্যাক্তিরা, সময় থাকতে মৃত্যের
পরবতি জীবনের জন্য প্রস্তুতি নেই।।
না মরার মানুষ কেউ আছেন নাকি????

No comments:

Post a Comment

মহানবী (স) আগুনকে কিয়ামতের আলামত হিসাবে ব্যাখ্যা দিয়েছেন।

মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের...