Monday, October 1, 2018

শয়তানের ফাঁদ পাঁচটি । ভূলেও এ সব ফাদে পা দিবেন না।

শয়তানের ফাঁদ  পাঁচটি  । ভূলেও এ সব  ফাদে পা দিবেন না।
(১) তুমি এখন যুবক, মজা করো।
(২) জীবন উপভোগ করতে থাকো, জীবন অনেক দীর্ঘ। পরে তাওবা করে নেওয়া যাবে।
(৩) রাগের সময় শান্ত থেকোনা, ধৈর্য হচ্ছে কাপুরুষদের জন্য।
(৪) সবাই এটা করছে অতএব চরমপন্থী হয়োনা, জীবন উপভোগ কর।
(৫) আরে তোমারতো অনেক গুনাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেনা। অতএব শুধু শুধু গুনাহ থেকে বেঁচে থেকে লাভ কি।
আল্লাহ আমাদের এই সব ফেতনা থেকে বাচার তৌফিক দান করুক। --আমিন

No comments:

Post a Comment

মহানবী (স) আগুনকে কিয়ামতের আলামত হিসাবে ব্যাখ্যা দিয়েছেন।

মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের...