Saturday, October 20, 2018

শিক্ষণীয় ৫টি গল্প, যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে


শিক্ষণীয় ৫টি গল্প, যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে....... . গল্প- বাবা গোসলে, মা রান্না ঘরে আর ছেলে টিভি দেখছিল এমন সময় দরজায় ঘণ্টা বাজল ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল, পাশের বাসার করিম সাহ ছেলে কিছু বলার আগেই করিম সাহেব বললেন, ‘আমি তোমাকে ৫০০ টাকা দেব, যদি তুমি ১০ বার কান ধরে উঠবস করবুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবস শুরু করল, প্রতিবার উঠবসে ৫০ টাকা বলে কথা শেষ হতেই করিম সাহেব ৫০০ টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, ‘কে ছিল দরজায়?’ ‘পাশের বাসার করিম সাহেব’, উত্তর দিল ছেলে’, বললেন বাবা, ‘আমার ৫০০ টাকা কি দিয়ে গেছেন?’ # শিক্ষণীয়বিষয় আপনার ধারদেনার তথ্য শেয়ারহোল্ডারদের থেকে গোপন করবেন না এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন .  গল্প - সেলসম্যান, অফিস ক্লার্ক ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন পথে তাঁরা একটি পুরোনো প্রদীপ পেলেন তাঁরা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে এল দৈত্য বলল, ‘আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করব’ ‘আমি আগে! আমি আগে!’ বললেন অফিস ক্লার্ক, ‘আমি আমেরিকা যেতে চাই ,ফুঃ...!!’ তিনি চলে গেলেনএরপর আমি! এরপর আমি!’ বললেন সেলসম্যান, ‘আমি  আটলান্টিক মহাসাগরে যেতে চাই ।ফুঃ...!!’ তিনিও চলে গেলেনএখন তোমার পালা’, দৈত্য ম্যানেজারকে বলল ম্যানেজার বললেন, ‘আমি ওই দুজনকে আমার অফিসে দেখতে চাই’ # শিক্ষণীয়বিষয় সব সময় বসকে আগে কথা বলতে দেবেন তা না হলে নিজের কথার কোন মূল্য থাকবে না . #গল্প- একটি  ঈগল গাছের ডালে বসে আরাম করছিল এমন সময় একটি ছোট খরগোশ ঈগলটিকে দেখে জিজ্ঞেস করল, ‘আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি?’ ঈগল উত্তর দিল, ‘অবশ্যই, কেন পারবে নাতারপর খরগোশটি  মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকল হঠাত্ একটি শিয়াল এসে হাজির, আর লাফ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল #শিক্ষণীয়বিষয় যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান, তাহলে আপনাকে অনেক ওপরে থাকতে হবে . #গল্প- একটি মুরগি একটি ষাঁড় আলাপ করছিলআমার খুব শখ ওই গাছের আগায় উঠব, কিন্তু আমার এত শক্তি নেই’, মুরগিটি আফসোস করল উত্তরে ষাঁড়টি বলল, ‘আচ্ছা, তুমি আমার গোবর খেয়ে দেখতে পার, এতে অনেক পুষ্টি আছেকথামতো মুরগি পেট পুরে গোবর খেয়ে নিল এবং আসলেই দেখল সে বেশ শক্তি পাচ্ছে চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়ল দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর ওপরের শাখায় উঠে গেল অবশেষে চার দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হলো কিন্তু খামারের মালিক যখন দেখলেন মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালেন . #শিক্ষণীয়বিষয় ফাঁকা বুলি (বুল শিট) হয়তো আপনাকে অনেক ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না . #গল্প- একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে যাচ্ছিল কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতে জমে যাচ্ছিল এবং সে একটি বড় মাঠে এসে পড়ল যখন সে মাঠে পড়ে ছিল, একটি গরু তার অবস্থা দেখে তাকে গোবর দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ পর পাখিটি বেশ উষ্ণ অনুভব করল যখন গোবরের গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল, আনন্দে গান গেয়ে উঠল এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল, পাখির গান শুনে খুঁজতে লাগল কোথা থেকে শব্দ আসে একটু পরই সে গোবরের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের করে তার আহার সারে #শিক্ষণীয়বিষয় . যারা আপনার ওপর কাদা ছোড়ে, তারা সবাই- আপনার শত্রু নয় . যারা আপনাকে পঙ্কিলতা থেকে বের করে আনে, তারা সবাই- আপনার বন্ধু নয়

No comments:

Post a Comment

মহানবী (স) আগুনকে কিয়ামতের আলামত হিসাবে ব্যাখ্যা দিয়েছেন।

মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের...