Thursday, October 18, 2018

আজ সকালে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় সংগীত শিল্পি আইয়ুব বাচ্চু । বিস্তারিত জানুন ।

আজ সকাল 9টা 55 মিনিটে জনপ্রিয় সংগীত শিল্পি আইয়ুব বাচ্চু রাজধানীর স্কয়ার হাসপাতালে  শেষ নিশ্বাস ত্যগ করেন ।ইন্না লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রজিয়ুন ।আজ সকালে নিজ বাসভবনে হ্রদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় । সেখানে ডাক্টার রা 9টা 55 মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করে ।আগামিকাল বাদ জুম্মা জাতীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে । বিকাল 4 ঘটিকায় জনসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে নেওয়া হবে জাতিয়ও শহীদ মিনারে  এবং শনিবার চট্রগ্রামে তার পারিবারিক কবর স্হানে দা
ফন করা হবে ।

No comments:

Post a Comment

মহানবী (স) আগুনকে কিয়ামতের আলামত হিসাবে ব্যাখ্যা দিয়েছেন।

মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের...