Thursday, November 16, 2017

আসুন জেনে নেই,মোনাফেকের আলামত কি কি??

মোনাফেক হলো সেই ব্যাক্তি,(১)যখন সে কথা বলে তখন মিথ্যা বলে।(২)যখন ওয়াদা করে তখন তা ভংগ করে।(৩)তার কাছে যখন কোন আমানত রাখতে দেওয়া হয় তখন সে তার খেয়ানত করে।এই তিনটির যে কোন একটি যে ব্যাক্তির মধ্যে থাকবে,সে যতই নামাজ রোজা পড়ুক তারপর ও সে মোনাফেক হিসাবে চিন্থিত হবে।।আল হাদিস।

No comments:

Post a Comment

মহানবী (স) আগুনকে কিয়ামতের আলামত হিসাবে ব্যাখ্যা দিয়েছেন।

মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের...