Tuesday, November 14, 2017

জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও?তবে নোংরামির পথ পরিহার কর।।।

হে পুরুষ!!!
আজকে তুমি যে মেয়েকে প্রেমের
ফাঁদে ফেলে তার দেহকে লুটে পুটে
খাচ্ছ, তার নগ্ন ভিডিও ধারন করে
বাজারে প্রকাশ করতেছো জানো,
এই মেয়েটি হয়তো কারো বোন না হয়
কারো মেয়ে।
একটু ভাবত হে পুরুষ, তোমারো তো বোন
আছে।
বিয়ে করলে আল্লাহ চাহেতো তুমিও
মেয়ের বাবা হবে।
তখন অন্য কেউ যদি তোমার মেয়েকে
নিয়ে সমস্ত নোংরামী কাজ
করে ? তখন তোমার কেমন
লাগবে। অথবা তোমার সন্তান যদি
জানতে পারে, তুমি বিয়ের
আগে অন্য মেয়ের সাথে
নোংরামী করেছো? তখন
সে তোমাকে কি ভাববে?
একটুকি ভেবে দেখেছো?
তুমি কেনো তোমার বোনের
সম্মান নষ্ট করতেছো?
তোমার কাছে তোমার
বোনের অথবা মেয়ের যেমন ইজ্জত
আছে অন্য ভায়ের বা বাবার
কাছেও তেমন আছে।
আর তুমি মৃত্যের পর
আল্লাহর কাছে কি জবাব
দিবে? জবাব দিবার কিছুই
থাকবে না।।
অবশেষে জাহান্নামের আগুন
ছাড়া কিছুই জুটবে না
তোমার কপালে,,,,
অতএব,,,তুমি যদি সভ্য
মানুষের ঘরে জন্ম নিয়ে
থাক,,,তাহলে আশা করি
তুমি এ নোংরামির পথ
পরিহার করবে,,,হে আল্লাহ
তুমি আমাদের সকলে
সরল সঠিক পথে পরিচালিত

No comments:

Post a Comment

মহানবী (স) আগুনকে কিয়ামতের আলামত হিসাবে ব্যাখ্যা দিয়েছেন।

মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের...