হাদিস অনুযায়ী
কথা বলার কিছু টিপস জেনে নিন
১. কথা বলার পূর্বে সালাম দেয়া।
_______
২. সতর্কতার সাথে কথা বলা
(কেননা প্রতিটি কথা রেকর্ড হয়)
_______
৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা।
_______
৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা।
_______
৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা।
_______
৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা।
_______
৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দোয়ার উন্মুক্ত করা
_______
৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা।
_______
৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা।
_______
১০. উত্তম কথায় দাওয়াত দেয়া।
_______
১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া।
________
১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা ।
________
১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয়ও কোমল ভাষায় কথা না বলা।
________
১৪. ছেলেরা পর নারীর সাথে আকর্ষণীয়ও কোমল ভাষায় কথা না বলা।
১৫.মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত এড়িয়ে চলা।
________

No comments:
Post a Comment