একদিন মুসা(আ:)আল্লাহর
সাথে দিদার করার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন ।পথিমধ্যে এক প্রতিবন্ধি লোকের সাথে দেখা
হয় ।প্রতিবন্ধি লোকটি মুসা(আ)কে বললো, আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন।আল্লাহকে
জিগাস করিয়েন তো, আমার হাত,পা কিছুই নাই তবে আল্লাহ আমাকে কোন কাজের জন্য সৃষ্টি করলেন?
মুসা(আ) আবার যেতে শুরু করলেন ।যেতে যেতে এক গরিব মহিলার সাথে দেখা ।মহিলা মুসা নবী(আ)
কে বললেন,আমার খুব অভাব ।আল্লাহকে জিগাস করিয়েন,আমার এত অভাব ।কি করলে আমার অভাব দুর
হবে ?মুসা(আ) আবার যেতে শুরু করলেন ।যেতে যেতে এক লোকের সাথে দেখা ।লোকটি বললো, আমার
অনেক টাকা,অনেক সম্পতি ।টাকা আর সম্পতির হিসাব রাখতে রাখতে আমি আল্লাহর ঈবাদত ঠিকমত
করতে পারি না ।তাই আমার হয়ে আল্লাহকে আপনি জিগাস করিয়েন; কি করলে আমার সম্পতি কমবে
।মুসা (আ) আল্লাহর সাথে দিদার শেষে ফিরছিলেন; রাস্তায় আবার ধনি লোকটির সাথে দেখা ।লোকটি
তখন বললো;আল্লাহ কি বলেছেন ? কি করলে আমার সম্পতি কমবে ?তখন মুসা (আ) বললেন, আল্লাহ
তোমাকে বেশী বেশী করে নাশুকুরিয়া আদায় করতে বলেছেন ।তাহলে তোমার ধন সম্পতি এমনি কমবে
।লোকটি তখন বললো,ছি ছি আল্লাহ আমাকে এত ধন-সম্পতি দিয়েছেন আর আমি আল্লাহর না শুকুরিয়া
আদায় করবো ।লোকটি তখন আল্লাহর আর বেশী বেশী করে শুকুরিয়া আদায় করা শুরু করলেন ।লোকটির
ধন-সম্পতি আর বেশী হতে লাগলো ।এবার যেতে যেতে আবার গরিব মহিলাটির সাথে দেখা ।মহিলাটি
বললো; আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন ?কি করলে আমার অভাব দুর হবে?তখন মুসা (আ) বললেন;
আল্লাহ তোমাকে বেশী বেশী করে শুকুরিয়া আদায় করতে বলেছেন ।তাহলে তোমার ধন সম্পতিতে বরকত
হবে এবং তোমার অভাব ও দুর হবে ।তখন মহিলাটি বললো;আমার এত অভাব আর আমি আল্লাহর শুকুরিয়া
আদায় করবো; তোমার আল্লাহর শুকুরিয়া তুমি আদায় কর,আমি পারবো না ।তখন গরিব মহিলাটির একটি
কুড়ে ঘর ছিল তাও আগুন এসে পুরিয়ে দিল ।আর অভাব গ্রাস করলো মহিলাটিকে ।এবার যেতে যেতে
প্রতিবন্ধি লোকটির সাথে দেখা ।প্রতিবন্ধি লোকটি মুসা নবী (আ)কে বললো; আল্লাহ আমার ব্যাপারে
কি বলেছেন ? আমার হাত,পা কিছুই নাই তাহলে আল্লাহ আমাকে কি কাজের জন্য সৃষ্টি করলেন;
তখন মুসা (আ) বললেন; আল্লাহ বলেছেন, জাহান্নামে একটা ফুটা আছে সেই ফুটা বন্ধ করার জন্য
আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ।তখন প্রতিবন্ধি লোকটা বলে উঠলো আলহামদুলিল্লাহ ,আলহামদুলিল্লাহ
।আল্লাহ পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কাজের জন্য আর আল্লাহ আমাকে সৃষ্টি
করেছেন আল্লাহর কাজের জন্য ।লোকটিকে দিয়ে জাহান্নামের ফুটা বন্ধ করবে এ কথা শুনেও লোকটি
আল্লাহর শুকুরিয়া আদায় করলো । ফলে আল্লাহ খুশি হলেন আর লোকটির হাত-পা সাথে সাথে গজায় উঠলো ।এতে বুঝা যায়
বেশী বেশী শুকুরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে ধন সম্পতি বৃদ্ধি করে দেন আর সকল বিপদ
থেকে আল্লাহ উদ্ধার করেন ।তাই আমাদের উচিত সকল বিপদে ধহ্য ধারন করে বেশী বেশী করে আল্লাহর
শুকুরিয়া আদায় করা ।
Subscribe to:
Post Comments (Atom)
মহানবী (স) আগুনকে কিয়ামতের আলামত হিসাবে ব্যাখ্যা দিয়েছেন।
মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের...
-
১ / যে নারী পর্দা করে না , বেপর্দা হয়ে চলা ফেরা করে । ২ / যারা সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দেহে উল্কি ( সুঁচিবিদ্ধ ...
-
আপনি চাইলেই 10 মিনিটেই আখিরাতের ধনী হতে পারেন,,,,,, একদিন নবী (স) হজরত আলিকে বললেন, (1)চার হাজার দিনার ছদকা করে ঘুমাবেন। (2)এক খতম কোরাআন...
-
এক লোক খুবেই আল্লাহওয়ালা ছিল ।তাকে পথভ্রষ্ট করার জন্য সয়তান তার পিছুনে লেগে থাকতো ।ভোর হলেই সয়তান লোকটির হাত,পা টিপে দিতো যাতে ল...
No comments:
Post a Comment