Friday, September 28, 2018

সয়তানকে কিভাবে পরাস্ত করলো মুমিন ব্যক্তির ঈমান ।আসুন জেনে নেই ।



সয়তানকে কিভাবে পরাস্ত করলো ঈমান আসুন জেনে নেই
একদিন এক লোক অন্ধকার রাতে মসজিদে যাচ্ছিলেন এশার নামাজ পড়তে
পথিমধ্যে সয়তান নামাজে বাধা দেওয়ার জন্য লোকটিকে পিছলে ফেলে দিলেন
লোকটি তখন বাসায় ফিরে, কাপড় বদলে অজু করে নামাজ পড়ার উদ্দশ্যে আবার
মসজিদে রওনা দিলেন সয়তান আবার লোকটিকে পিছলে ফেলে দিলেন
লোকটি আবার বাসায় ফিরে গেলেন এবং পুনরায় কাপড় বদলে মসজিদের
উদ্দশ্যে বের হলেন এরপর, লোকটি দেখলো, অপর প্রান্ত থেকে একলোক বাতি নিয়ে
তাকে মসজিদে এগিয়ে দিতে আসছে অপরিচিত লোকটি তাকে মসজিদ পযন্ত
পৌছে দিলেন তখন লোকটি সেই অপরিচিত লোকটিকে নামাজ পড়ার জন্য অনুরোধ
করলেন কিন্ত, লোকটি বার বার নামাজ পড়তে অশ্বীকার করছিলেন তখন
প্রথম লোকটি অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি যদি নামাজ নাই পরবেন তবে
এই অন্ধকার রাতে বাতি দিয়ে আমাকে মসজিদে এগিয়ে দিলেন কেন ?আসলে আপনি কে ?
তখন সয়তান বললো, আমি আসলে ইবলিস সয়তান আপনি যাতে মসজিদে নামাজ
পড়তে যেতে না পারেন সে জন্য আমি আপনাকে প্রথমবার পিছলে ফেলে দেই
কিন্ত, আপনি যখন কাপড় বদলে নামাজের উদ্দেশ্যে  মসজিদে যাওয়ার জন্য বের হন-
তখন আল্লাহ আপনার জিবনের সমস্ত গোনাহ মাফ করে দেন ।(সুবহানাল্লাহ) দ্বিতিয়বার, আমি আপনাকে আবার পিছলে
ফেলে দেই আপনি আবার যখন কাপড় বদলে নামাজের  উদ্দেশ্যে  রওনা হলেন তখন আল্লাহ আপনার পরিবারের
সমস্ত গোনাহ মাফ করে দেন ।(সুবহানাল্লাহ) এবার আমি ভয় পাচ্ছিলাম আপনি যদি আবার পড়ে যান,তাহলে
না জানি আল্লাহ আপনার প্রতিবেশীদের সমস্ত গোনাহ মাফ করে দেন।সেই ভয়ে আমি আপনাকে
বাতি দিয়ে মসজিদে এগিয়ে দিতে এসেছি ।এভাবে মানুষের ঈমানের কাছে শয়তানের পরাজয় ঘটে।
এভাবে বিভিন্ন পরিস্তিথিতে আমরা যখন শয়তানকে পরাজিত করে নামাজে দাড়াই তখন আমরা আমাদের অজান্তে
বিপুল সোয়াবের মালিক হই ।

No comments:

Post a Comment

মহানবী (স) আগুনকে কিয়ামতের আলামত হিসাবে ব্যাখ্যা দিয়েছেন।

মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই কিয়ামতের...